স্পোর্ট ডেস্ক।। সংযুক্ত আরব আমিরাত থেকে নারীদের আইপিএল জিতে দেশে ফিরেছেন সালমা খাতুন। আরেক ক্রিকেটার জাহানারা আলমও এসেছেন তার সঙ্গেই।

বুধবার মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছান বাংলাদেশ জাতীয় নারী দলের দুই সিনিয়র ক্রিকেটার। করোনা মহামারিতে পুরুষদের পাশাপাশি এবার নারীদের আইপিএলও অনুষ্ঠিত হয় আরব আমিরাতে। সেখানে অংশ নিতে গেলো ২১ অক্টোবর দেশ ছাড়েন সালমা ও জাহানারা। ৬ দিনের কোয়ারেন্টিন শেষে দলের সঙ্গে অনুশীলন শুরু করেন তারা। এর আগেও আইপিএলে খেলেছিলেন অলরাউন্ডার জাহানারা। তবে, সালমার জন্য এটাই ছিলো প্রথম অভিজ্ঞতা। আর নিজের প্রথম আসরেই ট্রেইলব্লেজার্সের হয়ে শিরোপা জিতে উচ্ছ্বসিত টাইগ্রেসদের টি-টোয়েন্টি অধিনায়ক।

ক্রিকেটার সালমা খাতুন জানান, প্রথমবার গিয়েই চ্যাম্পিয়ন হতে পেরে ভালো লাগছে। বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পেরেছি, এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়। আমার নিজের পারফরম্যান্সও ভালো ছিলো। সতীর্থ, কোচ ও টিম ম্যানেজমেন্টের সবাই প্রশংসা করেছে। বলেছে, তুমি ভালো বোলিং করেছো, ভালো ফিল্ডিং করেছো। করোনা মহামারির কারণে আরব আমিরাতে গিয়ে শুরুতে ৬ দিন কোয়ারেন্টিনে থাকতে হয়েছিলো। ২৭ অক্টোবর থেকে অনুশীলনে নামতে পেরেছি। তখনই দলের সবার সঙ্গে দেখা হয়। আবহাওয়া বাংলাদেশের মতোই ছিলো। মানিয়ে নিতে সময় লাগেনি। যেহেতু সময় কম ছিলো, সবার সঙ্গে দ্রুতই মানিয়ে নেয়ার চেষ্টা করেছি।

Share.
Exit mobile version