যাক চলে সব হৃদ-খরা
শেখ আব্দুল খালেক

ধরায় যতো তিক্ত গ্লানি
করেছে ম্লান মানব যশ,
ভাঙছে হৃদয় এ বসুধায়
নির্মম কর্মে নামছে ধ্বস।

যাক চলে সব জীর্ণ অচল
দুঃখ বেদন যাক চলে,
এসো হে নবীন শান্তি নিয়ে
আলোয় ভুবন দাও জ্বেলে।

নতুন রঙে রঙিন ঢঙে
সাজাও তুমি এই ধরা,
জাগাও মনে নিত্য আশা
যাক চলে সব হৃদ-খরা।

সাফ করে দাও আবর্জনা
যেথায় যতো এই ভবে,
মুক্ত বায়ে সুস্থ থাকুক
নতুন ধরায় আজ সবে।

মনের কালি দাও গো মুছে
সুস্থ বিবেক যাক খুলে,
হৃদয় করো স্বচ্ছ সরল
হিংসা দ্বন্দ্ব যাক ভুলে।

জ্ঞান পিপাসা দাও গো প্রভু
সব হৃদয়ে সব জনে,
দূর করে দাও অহমিকা
শিক্ষা দিয়ে সব প্রাণে।

শান্ত করো তপ্ত ধরা
সুশীল কর্মে সব মনে,
ক্ষমা করে দাও গো স্বামী
তোমার সৃষ্টি সব জনে।

তারিখঃ ১১/৯/২০ ইং

Share.
Exit mobile version