রাঙা প্রভাত অনলাইন ডেস্ক।। প্রায় সপ্তাহ খানেক ধরে জর্ডানের রামথা শহরে একটি কারখানায় বাংলাদেশি পোশাক শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন ও ধর্মঘট করছেন। শ্রমিকদের অভিযোগ এখন তাদের দেশে ফেরত পাঠানোর হুমকি দেয়া হচ্ছে। বিবিসি বাংলার কাছে বিষয়টি নিশ্চিত করেছেন জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান।

তিনি জানান, শহরটির আল হাসান শিল্প এলাকায় অবস্থিত ক্ল্যাসিক ফ্যাশন অ্যাপারেলে এই আন্দোলন চলার সময় কিছু ভাঙচুরের ঘটনা ঘটছে।

জর্ডানে বাংলাদেশ থেকে পুরুষ শ্রমিক নেবার ব্যাপারে আগ্রহ কম। কারণ তাদের বিরুদ্ধে এর আগে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল।

এছাড়া একটি ডাস্টবিনে একজন বাংলাদেশি নারী অভিবাসীর মরদেহ পাওয়া গেছে যা নিয়ে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। পোশাক শ্রমিকেরা তাকে নিজেদের একজন দাবি করে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।

আম্মানে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই ঘটনায় কোনো বাংলাদেশি আটক হননি, তবে ঘটনা সামাল দিতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল।

Share.
Exit mobile version