সিন্ধু মাঝে তুফান ভারী
শেখ আব্দুল খালেক
.
সূর্য ওঠে সেবার তরে পূব আকাশে ভোরে,
তাই তো মাতে সকল কিছু ধরায় মায়া-ডোরে।
আঁধার কালো যায় যে চলে হাসে রঙিন ধরা,
হৃদয় মাঝে জোয়ার আসে আলোয় দেখি ভরা।

সূর্য ওঠে সেবার তরে, খুশী কেবল দিয়ে ,
তাই তো মাতে বসুন্ধরা তার সে আলো নিয়ে।
ত্যাগের তরে জন্ম যে তার ত্যাগই বড় সুখ,
দেয়ার মাঝে তৃপ্তি পেয়ে নাশে সকল দুখ।

সময় চলে আপন বেগে তার যে বড় তাড়া,
পাল্লা দিয়ে যায় যে চলে দেয় না ফিরে সাড়া।
আঁধার ধেয়ে আসবে ওরে সূর্য যাবে পাটে,
আর যাবে না গাঁয়ের বধু কোন জলের ঘাটে।

কালের স্রোতে বিলীন হবে সাঙ্গ হবে খেলা,
আশার আলো জ্বলবে নারে অস্ত গেলে বেলা।
সময় কারো নয়রে সাথী করিস নারে হেলা,
থাকবে নারে রঙ্গশালা ভঙ্গ হবে মেলা।

ভবের মাঝে ভাবিস নারে থাকবি চিরকাল,
সকল দ্বারে হৃদয় মাঝে প্রেমের বাতি জ্বাল।
সওদা করে নাওটি ভরে নেরে অবুঝ মন,
সিন্ধু মাঝে তুফান ভারী সওদা বড় ধন।

তারিখঃ ০২/০৯/২০২০ ইং

Share.
Exit mobile version