এস, এম শামীম (আগৈলঝাড়া): বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহের অঙ্গীকার এন্টিবায়োটিক ও অন্যান্য জাবানুরোধী ঔষধের সর্তক ব্যবহার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট প্রোগ্রাম রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে ১৮ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচী পালন করা হবে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা: মামুন মোল্লা, ডা: নুর-ই জান্নাত বাধন, প্রধান অফিস সহকারী মিজানুর রহমান, পরিসংখ্যানবিদ শহিদুল ইসলাম, প্রধান সহকারী প্রেমানন্দ দাস, নার্স মিনতি হালদার, বিভা হালদার, মৃদুলা সরকার, আভা করাতী, কানন রানী কর, আরতি মধু দিপালী মন্ডল, মাধবী রাজিব, মমতা হালদার, অফিস সহকারী বিভা ভক্ত প্রমুখ।

Share.
Exit mobile version