প্রথম পদার্পণ।। খান ফিরোজ

এখনো দেখি,তোমার সে-ই চরণতল
যেথায় গড়েছিলে মোহিত অশ্রুজল,
চলিতে পথ,থমকেছিলে কাহার বনে-
এসেছিলে আকস্মিক কোন বা ধ্যান ক্ষণে।।

দেখেছি ঘুম চোখে,বিস্বাদ’র আহত মুখ
ক্লান্ত প্রহসন শেষে শ্রান্তিরহিত সুখ,
আবার যদিওবা-
চরণ ফেলিবে এ মোর শুন্য প্রাণে,
জীবন তীর্থে ছড়িয়ে বুঝি দ্বীপ সমীরণে।।

গগন ভাবিছে তৃস্না কোথা?
চিত্তরসের শুভ্রকেশ পড়িবে যেথা,
পথিক চলিছে জীর্ণ ধরায় ক্রন্দিত একা-
পিপাসিত, তবু তৃষ্ণাতুর দেখা।।

তোমার আস্বাদ,শৃঙ্খল হীন বিস্বাদ-
শুকিয়েছে রাত্রী অবগাহন,
শব্দ পাচ্ছি,ভোঁতা কংকাল দেহে-
আবারো বুঝিবা নিছক দাহ্য দহন।।

Share.
Exit mobile version