প্রিয় ছবি।। তাহমিনা সুলতানা 

তোমাকে দেখে মুহুর্তেই চিনেছিলাম, সমুদ্র
আর চিনবো নাই বা কেন
সেই পরিচিত মুখ, সেই একই চেনা হাসি
মুক্ত লুকানো চোখের আহবান সর্বনাশী!
সেই মুখ দেখেছি একান্ত অবসরে
নিয়েছি তার স্পর্শ মনের আয়নায়
হাসিকান্নার সাথে মিশে গিয়ে
জীবন্ত হয়েছে সে একান্ত কল্পনায়!
তোমাকে দেখে মুহুর্তেই চিনেছিলাম সেদিন
প্রথম দেখা হয়েছিল যেই দিন
জানালার কাঁচ ঘেষে বৃষ্টি ঝরছিল শব্দ করে
ঠিক মনে আছে, জলে চোখ উঠেছিলো ভরে
সেই তোমাকে ভুলে যাব,মুঝে ফেলবো
প্রিয় ছবি,হারানো রবি,
হতে পারে কি কখনো এমন ?
গোধুলী বেলায় অস্তমিত কিরণ, জানোতো
ফিরে এসে নামায় অসময়ে বর্ষণ!

Share.
Exit mobile version