নিজস্ব প্রতিনিধি।। আরও কয়েকদিন ভোর বেলা ও রাতে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনে কিছুটা তাপমাত্রা বেশি থাকতে পারে।

রোববার ২২ নভেম্বর আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস এ কথা বলেন, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। যেহেতু শীত চলে আসছে তাই কুয়াশা থাকবে। ঢাকা ও তার প্বার্শবর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। তবে সন্ধ্যার পর তাপমাত্রা কমতে থাকবে এবং ভোর পর্যন্ত তাপমাত্রা কম থাকবে।

তিনি বলেন, সাধারণত এমন সময়ে বৃষ্টি হওয়া অস্বাভাবিক। আকাশে আংশিক মেঘ রয়েছে। তবে আগামী তিন চার দিন এই বৃষ্টি হওয়ারও সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Share.
Exit mobile version