অতিথি পাখি।। মুশফিক শুভ

দূর থেকে,
দূরুত্ব ছুঁয়ে দেবার ইচ্ছে নিয়ে-
পাখিগুলো উড়তে শেখে একদিন।

অচেনা আকাশটাও হয়ে ওঠে চিরচেনা;
ডানায় ডানায় জড় হয় রোদের ঘ্রাণ;
হেমন্ত দিনে বনে বনে ছড়িয়ে পড়ে কলতান।

দূর থেকে ভেসে আসে-
তৃষ্ণা;
এবং জলের ঢেউ।

নদী;
এক পৃথিবী কাতরতা নিয়ে ছুটে চলে-
পাখিদের সাথে।

শিকারির অবসরের গানের সুর,
এবং শিকলের কর্কশ শব্দের ব্যাবধান বুঝে ওঠার আগেই –
পাখিগুলো ভুলে যায় গন্তব্যপথ।

সেই থেকে;
শীত এলে-
আমার আর অতিথি পাখির গান শোনা হয় না।

Share.
Exit mobile version