নিজস্ব প্রতিবেদক।। ২৭ বছরে পা দিলেন সমকালীন বাংলা কবিতার শক্তিমান কবি মেহেদী মেহেবুব। কবি মেহেদী মেহেবুব ১৯৯৩ সালের ২৯ নভেম্বর বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার বাবার মোঃ মোশারেফ হোসেন হাওলাদার এবং মা মোসাঃ কহিনুর বেগম। বাবা পেশায় কৃষক এবং মা গৃহিনী ছিলেন।
তিনি ২০০৮ সালে বরিশালের বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১০ সালে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ থেকে A+ পেয়ে এইচএসসি পাশ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি ব্রজমোহন কলেজ,বরিশাল থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে বিএ (সম্মান) ও এমএ (ইংরেজি) ডিগ্রী লাভ করেন।
কৈশোর কাল থেকে তিনি কাব্য চর্চায় নিজেকে আত্মনিয়োগ করছেন। তার কবিতায় দেশপ্রেম, মানবপ্রেম, যাপিত জীবনের সুখ, দুঃখ, প্রিয়তমার নিত্যদিনের খুঁনসুটি প্রকাশ পেয়েছে।
বর্তমানে তিনি উপ পুলিশ পরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশ,নোয়াখালী জেলায় কর্মরত। তিনি দেশবাসীর নিকট দোয়া প্রার্থণা করেছেন।