বিশেষ প্রতিনিধি।। রংপুরের নবাবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মোট ৬ টন ২৮০ কেজি পলিথিনসহ পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৮ প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে এ অভিযান চালানো হয়।

জানা যায়, রবিবার বিকেলে রংপুরের নবাবগঞ্জ বাজারে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে র‍্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রয় কার্যক্রম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করার অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে ৬ টন ২৮০ কেজি পলিথিনসহ পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।

Share.
Exit mobile version