নিজস্ব প্রতিনিধি।। সিরাজগঞ্জে ডাক্তার দেখানোর কথা বলে মায়ের কাছ থেকে নিয়ে ২২ হাজার টাকায় বিক্রি করে দেন তার দাদা। সাব্বির হোসেন নামে ১৬ মাস বয়সী ওই শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার সন্ধ্যায় পিবিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জানা গেছে, গত ২৩ নভেম্বর শাহজাদপুর উপজেলার কাশিপুর গর্জনা গ্রামে নানার বাড়ি থেকে ডাক্তার দেখানোর কথা বলে দাদা মো. শাহিন ও সাইদ দুজনে মিলে শিশু সাব্বিরকে নিয়ে আসেন। পরে একই উপজেলার ভাটপাড়া জামিরতা গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে আতোয়ার হোসেন রতনের কাছে অবৈধভাবে ২২ হাজার টাকায় বিক্রি করেন। বিষয়টি পিবিআই সিরাজগঞ্জের এসপি মো. রেজাউল করিম জানতে পারেন।
পিবিআই সিরাজগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় ভিকটিমের দেওয়া তথ্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে আতোয়ার হোসেন রতনের নিজবাড়ি থেকে শিশু সাব্বির হোসেনকে উদ্ধার করে। পরে তাকে শাহজাদপুর থানার মাধ্যমে মা সোনিয়া খাতুনের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।