বরিশাল : নানা আয়োজনের মধ্যে দিয়ে পার্বত্য শান্তি চুক্তির ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে নয়টায় নগরীর শহীদ সোহেল চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দক্ষিণ বাংলার কৃষককুলের নয়ন মনি শহীদ আঃ রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। এর পরপরই বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে পূস্পার্ঘ অর্পণ করেন জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

একইদিন বেলা ১১টায় গৌরনদী বাসষ্ট্যান্ডে আনন্দ র‌্যালী বের করে উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে মহানগর আওয়ামী লীগের আয়োজনে শহীদ সোহেল চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বরিশাল বিশ^ বিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোঃ সাদেকুল আরেফিন।

 

Share.
Exit mobile version