বাবুগঞ্জ প্রতিনিধি :বেতন বৈষম্য নিরসন, টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের দাবিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের চলমান কর্মবিরতি ৭ম দিনের মতো চলছে।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ হেলথ ইন্সপেক্টর সেক্টরাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যৌথভাবে এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয়েছে।

গত শুক্রবার সকাল থেকে বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে জড়ো হয়ে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বাবুগঞ্জ উপজেলা সভাপতি এস এম আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বিভাগীয় অর্থ সম্পাদক মোঃ আবু ছালে মাহামুদ বাবু, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আনিছুর রহমান, উপদেষ্টা মোঃ জাকির হোসেন, সহ স্বাস্থ্য পরিদর্শক উপদেষ্টা আরতি রানি মন্ডল প্রমুখ।
বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ সময় উপজেলার সকল স্বাস্থ্য সহকারী গন উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version