কোটালীপাড়া প্রতিনিধি, মোঃ হোসেন আলী।। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে মাটি কাটায় চরম ঝুঁকিতে পড়েছে একটি রাস্তা।
উপজেলার রামশীল ইউনিয়নের পীড়ারবাড়ী-পয়সারহাট সড়কের মুশরিয়া এলাকায় বেড়িবাঁধ সংলগ্ন ১২ ফুট গভীর করে মাটি উত্তলোন করায় রাস্তাটির অনেক স্থানে ফাটল ধরেছে।
এলাকাবাসীর অভিযোগ, মুশুরিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য সুভাষ হালদারের বেড়িবাঁধের পাশেই ব্যাক্তিগত জমি আছে, সেই সুযোগ নিয়েই বেড়িবাঁধের সরকারি জায়গার মাটি বিক্রি করতেছে। অতিরিক্ত গভীর করার কারনে রাস্তাটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেকোন সময় রাস্তাটি ভেঙে পড়তে পারে।
অভিযোগের বিষয়ে সুভাষ হালদারের কাছে জানতে চাইলে তিনি সরকারী জায়গা থেকে মাটি কেটে বিক্রি করার কথা স্বীকার করে বলেন, সরকারী যে জায়গা থেকে যতটুকু মাটি কেটেছি এটা আমি আবারও মাটি দিয়ে ভরাট করে দিবো ।
এই বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাহফুজুর রহমান রহমান বলেন, বিষয়টি সম্পর্কে শুনেছি, আমরা আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করবো।