Print Friendly, PDF & Email
জ্যেষ্ঠ প্রতিবেদক, বাবুগঞ্জ ।।  বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া  গ্রামে এশিয়া ব্রিকসে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ফায়ারিং এর মাধ্যমে ইট তৈরির কাজ শুরু করা হয়েছে ।
সোমবার বিকালে আসর বাদ ইট পোড়ানোর উদ্দেশ্যে অানুষ্ঠানিক ফায়ারিং করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতিক রত্তন অালী শরিফ, কাজী মেজবাহ উদ্দিন সজল, অাবুল কালাম অাজাদ, মোঃ কালাম সরদার, হাজী মোঃ শাহ অালম, কবির হোসেন মাষ্টার, মিলন খান, মিরাজ শরিফ, শিপন শরিফ প্রমুখ।
উল্লেখ্য, এশিয়া ব্রিকসটি রাকুদিয়া এলাকায় সুনামের সাথে পরিবেশ ভিত্তিক অাইন কানুন মেনে ইট তৈরি ও ব্যবসা করে অাসছেন বলে জানা গেছে ।
Share.
Exit mobile version