বিশেষ প্রতিনিধি।।  নকশার অনুমোদন না থাকায় গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর ৯০০ শতাধিক দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ মঙ্গলবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে ডিএসসিসি সূত্র জানিয়েছে।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, এসব দোকান মার্কেটের নকশাবহির্ভূত স্থানে স্থাপন করা হয়েছে। লিফট, সিঁড়ি, টয়লেট ইত্যাদির জায়গা দখল করে সেখানে দোকান তৈরি করা হয়েছে। এরূপ ৯১১টি দোকান উচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পর মাইকিং করে দোকানিদের গতকাল সোমবারের মধ্যে দোকান ছাড়ার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে দোকানমালিকদের দাবি, স্বল্প সময়ের এই নোটিশে বিভ্রান্তিতে পড়েছেন তারা। অভিযানের আগে মাল গোছানোর জন্য আরো সময় দেওয়ার দাবি জানান মার্কেটের ব্যবসায়ীরা।

Share.
Exit mobile version