নিজস্ব প্রতিবেদক, খুলনা : জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন কৃষি হলো বাঙালী জাতির ঐতিহ্যের ধারক ও বাহক। কৃষির উৎপাদন বৃদ্ধির সাথে দেশের উন্নয়ন জড়িত। এ কারনে শেখ হাসিনা সরকার দেশকে কৃষি খাতে ব্যাপক উন্নয়নের জন্য নানা মুখী পদক্ষেপ হাতে নিয়েছে।

বর্তমান কৃষি বান্ধব সরকার দেশের সকল স্তরে কৃষকদের উন্নয়নে বিনামূল্যে বীজধান, সার এবং কৃষি উপকরণ বিতরণ অব্যহত রেখেছে এবং অনলাইনের মাধ্যমে কৃষি খাতের যে কোন সেবা যে কোন কৃষক যাতে পেতে পারে সেজন্য সর্বস্তরের কৃষি সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তাদের যুগোপযোগী প্রশিক্ষন প্রদান করেছে। এ কারনে কৃষি খাতকে কোন ভাবে ছোট করে দেখার অবকাশ নেই।

রূপসা উপজেলার সামন্তসেনা এলাকার পদ্মবিলে নবান্ন উৎসব ১৪২৭ উদযাপন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জেলা প্রশাসকের পত্নী লেডিস ক্লাবের সভাপতি অধ্যাপক আমেনা হেলাল, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিকুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) শাহানাজ পারভীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশিষ বসাক, রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা ফরিদুজ্জামান। বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, নির্বাচন অফিসার মোল্লা নাসির আহম্মেদ, পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, জেলা আওয়ামীলীগ নেতা আ: মজিদ ফকির, এমপি কো-অর্ডিনেটর নোমন ওসমান রিচি প্রমুখ।

এরপর জেলা প্রশাসক আঠারোবাকী নদীর তীরে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীনদের মাঝে বাসগৃহ নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Share.
Exit mobile version