রাঙা প্রভাত ডেস্কঃ  বহুল আলোচিত পদ্মা সেতুর শেষ স্প্যানটি আজ বসানো হচ্ছে। এটি সেতুর ৪১তম স্প্যান। বুধবার পদ্মা সেতুর শেষ স্প্যান ‘২এফ’ ইয়ার্ড থেকে ভাসামান ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান ই’ তুলে নিয়ে ১২ ও ১৩ নম্বর খুঁটির উদ্দেশে রওনা হয়।

পদ্মা সেতুর প্রকল্প পরিচালক সফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, আজ বৃহস্পতিবার সুবিধাজনক সময়ে মাওয়া প্রান্তে স্প্যানটি ১২ ও ১৩ নম্বর খুঁটিতে স্থাপন করা হবে। সর্বশেষ স্প্যানটি স্থাপনের মাধ্যমে পদ্মার দুই পাড় মাওয়া ও জাজিরা যুক্ত হয়ে যাবে। এরপর সড়ক ও রেলের স্ল্যাব বসানো সম্পন্ন হলে যানবাহন ও ট্রেন চলাচল করতে হবে।

তিনি বলেন, স্প্যানটির নিরাপত্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে। স্প্যানটি স্থাপন পর্যন্ত পদ্মা সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটি ও আশপাশের এলাকায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে নজরদারি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, পদ্মা সেতুর প্রথম স্প্যানটি খুঁটির ওপর বসেছিল ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর।

Share.
Exit mobile version