পাবনার ২ উপজেলায় নৌকা প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত
শাহজাহান সরকার,বিশেষ প্রতিনিধি।। পাবনার দুই উপজেলায় চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নৌকা প্রার্থী জয়লাভ করেছে। তার মধ্যে ইশ্বরদী উপজেলায় নায়েব আলী বিশ্বাস ও বেড়া উপজেলায় রেজাউল হক বাবু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।

বেড়া উপজেলায় আওয়ামী লীগ মনোনীত  প্রার্থী রেজাউল হক বাবু (নৌকা) ৯৭ হাজার ৯০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী রইজ উদ্দিন পেয়েছেন ৫ হাজার ৫১১ ভোট।

অপর প্রার্থী জাতীয় পার্টি মনোনীত আব্দুল আহাদ (লাঙল) পেয়েছেন ৮৮২ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন (নির্বাচন থেকে সরে গিয়ে দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়েছিলেন) পেয়েছেন ২৫৩ ভোট।

সহকারী রিটার্নিং ককর্মকর্তা ও বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার রাত সোয়া ৯টায় বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই উপজেলার ১৫২টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়।
অপরদিকে,ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৯৭ হাজার ২১২ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়েব আলী বিশ্বাস (নৌকা) বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আজমল হোসেন সুজন (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ২১৭ ভোট। নির্বাচনে অন্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির শাহেন শাহ্‌ গাওছেল আজম (লাঙ্গল) পেয়েছে ১ হাজার ৭২ ভোট।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে বে-সরকারি ভোটের ফলাফল ঘোষণা করেন পাবনা সদর নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার কায়ছার মোহাম্মদ।

Share.
Exit mobile version