কামরুল হাসান সোহাগ
দেশীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র উপেক্ষা করে পুরোপুরি দৃশ্যমান হলো কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু। বিজয়ী হলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। এক হলো খরোশ্রোতা পদ্মার দুই পাড়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানের পথে আরো একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। বিশ্ব দরবারে বাংলাদেশ আজ নিজস্ব সামর্থ্য প্রমানের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই ইতিহাস সৃষ্টির কারিগর জননেত্রী  শেখ হাসিনা।
বৃহস্পতিবার ১২ টা ২ মিনিটে ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে পুরোপুরি দৃশ্যমান হলো মাননীয় প্রধানমন্ত্রীর তথা ১৬ কোটি জনগনের স্বপ্নের পদ্মা সেতু। যার দৃঢ়চেতা মনোভাব আর সাহসিকতার জন্য  শত প্রতিকুলতা ডিঙ্গিয়ে আজকের পরিপূর্ণ দৃশ্যমান পদ্মা সেতু তিনি আমাদের জাতির জনকের কন্যা- মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা। সংগত কারনেই এই সেতুটি ‌‌‌‌‌‌‌‌‘শেখ হাসিনা সেতু’ নামকরণের জোর দাবি জানাচ্ছি।
আর তাই পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ নামকরণের এই যৌক্তিক দাবি আবারো ব্যক্ত করছি। কেননা মাননীয় প্রধানমন্ত্রী নিজে স্বপ্ন দেখতে জানেন দেশ বাশিকে স্বপ্ন দেখান এবং সেই স্বপ্নের বাস্তবায়ন করেন।
“জয়তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনা”
লেখকঃ আওয়ামী যুবলীগ, বাকেরগঞ্জ উপজেলা। 
প্রধান পৃষ্ঠপোষক, সম্ভাবনার কলসকাঠী। 
সহঃ সম্পাদক, দৈনিক রাঙা প্রভাত।
Share.
Exit mobile version