স্পোর্টস ডেস্ক।। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ফরচুন বরিশালের সমান পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে টেবিলের চারে আছে শান্তর দল। চট্টগ্রামের বিপক্ষে জিততে পারলে প্লে অফের চার নম্বর অবস্থানের জন্য বড় দাবিদার হবে তারাই। ডেথ ওভারে বোলিংয়ের ত্রুটি শুধরে দলকে শীর্ষ চারে তোলার আশা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। শনিবার (১২ ডিসেম্বর) ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।

মুদ্রার এপিঠ ওপিঠ দু’টোই দেখেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ জিতে ইয়াংস্টারদের শক্তি প্রদর্শন করেছিলো দলটা। কিন্তু, এরপরই পথ গেছে বেঁকে। আর এক ম্যাচও পারেনি জিততে।

২২০ রানের স্কোর গড়েও ফরচুন বরিশালের বিপক্ষে হারের পর, হয়েছিলো হাল ছেড়ে দেবার উপক্রম। কিন্তু, ওই বরিশালকে হারিয়েই গাজী গ্রুপ চট্টগ্রাম আবার নতুন করে আশা জাগিয়েছে রাজশাহীর। তাই বলে কি চট্টগ্রামকে ছাড় দিলে চলবে! শেষ ম্যাচে সালাউদ্দিনের দলকে হারিয়ে শেষ চারের পথে আরেকটু এগিয়ে থাকতে চায় সারোয়ার ইমরানের শিষ্যরা।

মিনিস্টার গ্রুপ রাজশাহী অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, টুর্নামেন্টে আমরা ভালো শুরু করেছিলাম। মাঝপথে ক্রিকেটাররা কিছু ম্যাচে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। আশা করি, চট্টগ্রামে বিপক্ষে আমরা ভালো কিছু করতে পারবো।

দলের দুর্দিনে তেমন কিছু করতে পারেননি নির্ভরযোগ্য সাইফউদ্দিনও। অনুশীলনে পাওয়া চোটে গেছিলেন ছিটকে। দ্যুতি ছড়াতে ব্যর্থ মাঠে ফিরেও।

গ্রুপ পর্বের শেষ রাউন্ডের আগে রাজশাহীর প্রতিপক্ষ চট্টগ্রাম নির্ভার। ৭ ম্যাচে গ্রুপ টপারদের জয় ৬টিতে। তাই স্কোয়াড নিয়ে আগের ম্যাচের মতোই পরীক্ষা নীরিক্ষা চালাতে পারেন কোচ। লিটন-মোস্তাফিজের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে রাখা হতে পারে বিশ্রামে।

Share.
Exit mobile version