নিজস্ব প্রতিবেদক, খুলনা।। রাষ্ট্রীয় খাতের সকল পাটকল-চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, লিজ-পিপিপি বন্ধ, বদলী ও অস্থায়ী শ্রমিকদের বকেয়া পাওনা এককালীন পরিশোধসহ কারখানাসমূহের পূর্ণ আধুনিকায়নের দাবিতে পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের ডাকে আজ শনিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় খালিশপুর জুটমিল গেটে অনুষ্ঠিত হয়। সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কমরেড শহীদুল্লাহ চৌধুরী। তিনি বলেন, কোনো পাটকল-চিনিকলই লোকসানগ্রস্ত নয়। সরকারের বিভিন্ন ভুলনীতি আর দুর্নীতির কারণেই বর্তমান দুরবস্থা। এই অপতৎপরতা রুখতে না পারলে রাষ্ট্রায়ত্ত খাতের লোকসানের গল্প বাড়তেই থাকবে। তিনি বন্ধকৃত সকল পাট-সুতা-বস্ত্র ও চিনিকল চালু, খালিশপুর ও দৌলতপুর জুটমিলের শ্রমিকদের বকেয়া পরিশোধ এবং পিপিপি-লিজ বাতিল করে মিলগুলো আধুনিকায়নের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের আঞ্চলিক আহ্বায়ক, জেজেআই জুটমিল সিবিএর সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মল্লিক, দৌলতপুর জুটমিল সিবিএর সাধারণ সম্পাদক আক্তার হোসেন, খালিশপুর জুটমিল সিবিএর সাবেক সভাপতি সেলিম শিকদার, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, দৌলতপুর জুটমিল সিবিএর প্রচার সম্পাদক নূর মোহাম্মদ, খালিশপুর জুটমিল সিবিএর সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, পাটশিল্প রক্ষা সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক খালিদ হোসেন, টিইউসির জেলা সভাপতি এইচ এম শাহাদাত, জাতীয় শ্রমিক ফেডারেশনের মহানগর সভাপতি ফারুকুল ইসলাম, জাতীয় শ্রমিক জোট মহানগর সভাপতি চাঁন মিয়া, টিইউসির নেতা এস এম চন্দন, দৌলতপুর জুটমিল সিবিএর সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, ক্রিসেন্ট জুটমিল সিবিএর সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন জাহাঙ্গীর।

Share.
Exit mobile version