বিলাসিতার ঢেউ
শেখ আব্দুল খালেক

বিলাসিতার ঢেউ লেগেছে
খর নদীর বুকে,
দু’কূল কাঁদে ব্যাকুল হয়ে
মরে মনের দুখে।

তীর ভাঙনে স্বপ্ন ভাঙে
বিলাস নদীর ঢেউ,
বসত-বাড়ি যায় যে ভেসে
থাকলো না যে কেউ।

সুখ বিলাসে চলছে নদী
কূলের কথা ভুলে,
তীর তরুরা যায় যে ভেসে
নেয় না কভু ভুলে।

ভাটার টানে জোয়ার যাবে
সাঙ্গ হবে ঢেউ,
এই ধরাতে ভাটার টানে
থাকবে নারে কেউ।

কূলের কথা যাসনে ভুলে
ওরে মাতাল নদী,
ভাটার কথা ভাবিস বসে
সময় থাকে যদি।

ঢেউ ভাঙে যে বসত বাড়ি
ভাঙে উভয় কূল,
জলের স্রোতে যায়রে চলে
তরু লতার ফুল।

তারিখঃ ১৮/১১/২০ ইং

Share.
Exit mobile version