মৃত্যু বিষয়ক কবিতা।। ফওজিয়া হালিম অনু

মৃত্যু কী শুধুই নিকষ কালো অন্ধকার!
শুধুই কী অপরিসর সাড়ে তিন হাত কবরের ভয়াবহতা!
নাকি শ্বেত-শুভ্র কাশের মতো নমনীয়,
শুভ্র বকের পালকের মতো কমনীয়!
নাকি শ্রান্তিহীন-ক্লান্তিহীন, যাবতীয় দুশ্চিন্তাহীন এক পরম সুখনিদ্রা!
নাকি অতৃপ্ত আত্মার কোন পরম তৃপ্ত মুক্তি!
নাকি জাগতিক সকল দায়-দায়িত্ব ছেড়ে পরলৌকিক কোন জগতে প্রবেশ!
নাকি জন্ম-মৃত্যু শুধুই এক প্রাকৃতিক সৃষ্টিরহস্য!
যা উন্মোচিত হয়নি কোনদিন, হবে না কখনো।
যা অবধারিত, নিশ্চিত, অপ্রতিরোধ্য।
যার কোন শুরু নাই, শেষ নাই।
যদি তা-ই হয়, তবে কেন আজ আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যাবতীয় উপলব্ধি আমার। অন্ধকারাচ্ছন্ন নিশ্ছিদ্র কবরের ভয়াবহতা আমার, কেন প্রিয়জন, পরম প্রিয় আত্মজ’র অবয়ব–
বারবার আমার উপলব্ধিতে-অনুভূতিতে।
তাদেরকে ছেড়ে যেতে, এই সুন্দরতম পৃথিবীর মায়া ত্যাগ করতে কেন এত কষ্ট আমার?
কেন লাশবাহী গাড়ির শীতলতায় আঁৎকে উঠি আমি?
জন্ম-মৃত্যুর এই অবধারিত নিয়ম কেন মেনে নেয় না মন!
এইসব যাবতীয় চিন্তা চেতনায় জর্জরিত আজ আমি!!

-ফওজিয়া হালিম অনু। ১৭-১২-২০২০.

Share.
Exit mobile version