বরিশাল অফিস :- সরকারি কাজে বাঁধাদানসহ বেশ কয়েকটি অভিযোগে জেলার হিজলা উপজেলা আওয়ামী লীগের দুই গ্রæপের সংঘর্ষের ঘটনায় ৫শ’ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার। এর আগে বুধবার মামলাটি দায়ের করেন হিজলা থানার এসআই ফারুক হোসেন। হিজলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ৫০ জনের নাম উল্লেখসহ ৫শ’ জনকে আসামী করা হয়েছে। আসামীরা সকলেই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। উল্লেখ্য গত ১৫ ডিসেম্বর বিকেলে উপজেলা ছাত্রলীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের অনুসারী সুলাইমান শান্তকে মারধর করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মোঃ টিপু সিকদারের সমর্থকরা। এঘটনায় ওই দিন গভীর রাতে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রæপের নেতাকর্মীরা সংঘাতে জড়িয়ে পরলে পুলিশসহ অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়।

Share.
Exit mobile version