পৌষের সেকাল একাল
মু: সাহাবুদ্দিন মৃধা

পৌষের সেকাল
হার কাপানো শীত,
ভোরের আজানের সাথে বাড়ির আঙ্গিনায়,
দরজায় খড়কুটো আর শুকনো পাতায় আগুন জ্বালানোর –
কলরবে ঘুম ভেংগে যাওয়া ৷
খেজুরের রসে মুড়ি ভিজিয়ে
ঠুক ঠুক করে কাপতে কাপতে খাওয়া,
রোদে বসে পুটি আর লাল শাক দিয়ে
হাত রাঙিয়ে খাওয়ার সে কি আনন্দ!

ঘরে ঘরে পিঠার ধুম
সাজের পিঠা, রসের ভিজানো পিঠা
সেমাই পিঠা, ভাপা পুলি আরো কত কি,
যে ঘরেই যান, পিঠা আপ্যায়ন
এযেন অকৃপণ অকৃত্রিম ভালোবাসা
লুকোচুরি নেই, ব্যবসা নেই, ভেজাল নেই-
প্রাণ খোলা হৃদ্যতা ৷

পৌষের একাল,
সেই শীত নেই শৈত্যপ্রবাহ ছাড়া
দল বেধে আগুন পোহানোর মহড়া নেই
আছে ঘরে ঘরে শাসন;
আছে একক পরিবারের অশান্ত প্রতিযোগিতা –
কৃত্তিম ভালোবাসা আছে,
অকৃত্রিম আপ্যায়ন নেই ৷
আর পিঠা?
পিঠা এখন ব্যবসায় পরিনত হয়েছে,
শহর থেকে গ্রামাঞ্চলে বিক্রি হয় পিঠা ৷
কৃত্তিম রস আছে, আছে মিঠা ,
দেনা-পাওনা ছাড়া ভালোবাসা নেই-
জীবনের অপর নাম এখন শুধুই ভেজাল ৷
কত ব্যবধান এখন পৌষের
সেকাল একাল ৷

Share.
Exit mobile version