হৃদয় কর মুক্ত আকাশ
শেখ আব্দুল খালেক

চিত্ত যেথায় মুক্ত কন্ঠ
জগৎ সেথায় হাসে,
হংসমালা নদীর জলে
মনের সুখে ভাসে।
রুদ্ধ দুয়ার আঁধার জগৎ
ত্রাসে সময় কাটে,
ভুবন সেথায় ধূধূ মরু
দুখে হৃদয় ফাটে।
স্বাধীন জগৎ সুখের আলয়
দৈন্য করে দূর,
আঁধার ভুবন  আলোয় হাসে
উঠবে ভালে সূর।
মুক্ত কর হে চিত্ত দুয়ার
হিংসা কর নাশ,
স্বার্থপরে হৃদয় কালো
বিজ্ঞে শুভ বাস।
পরের দুখে হৃদয় যেন
আপন ভেবে কাঁদে,
মায়ার বাঁধন থাকে যেন
সুখের ঘরটি বাঁধে।
হৃদয় কর মুক্ত আকাশ
কর্ম কর ভাল,
মনের আঁধার থাকবে নারে
জগৎ হবে আলো।

Share.
Exit mobile version