রাঙা প্রভাত ডেস্ক।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার ১ নং বীরশ্রেষ্ঠ  জাহাঙ্গীর নগর ইউনিয়নের পশ্চিম ঠাকুরমল্লিক গ্রামের নিবাসী ঠাকুর মল্লিক স্কুলের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম মাস্টারক রোনায় আক্রান্ত হয়ে শনিবার ১২ টা পয়ত্রিশ মিনিট সময়ে ঢাকার  রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহ… রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর মেঝ ভগ্নিপতি।

তিনি করোনা আক্রান্ত হয়ে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার এক সন্তান বাংলাদেশ পুলিশের সাব-ইনেসপেক্ট্র, এক কন্যা বাবুগঞ্জ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা।

তার নামাজের জানাজা রোববার  সকাল ১১ ঘটিকায় ঠাকুর মল্লিক (বারকানি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাবুগঞ্জ-মুলাদী আসনের সাংসদ আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু, রাঙা প্রভাত পত্রিকার প্রধান উপদেষ্টা  ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহমেদ, বাবুগঞ্জ  উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মোঃ খালেদ হোসেন স্বপন,  বাবুগঞ্জ উপজেলা  জাতীয় পার্টির  সাবেক সভাপতি মকিতুর রহমান কিসলু, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান সরদার মোঃ তারিকুল ইসলাম তারেক, বিশিষ্ট সমাজসেবক সানাউল হক মিয়া, আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ এবায়েদুল হক শাহীন, রাঙা প্রভাত সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম রনি, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা খন্দকার রাজু আহম্মেদ ও জাহাঙ্গীর নগর সাংবাদিক ইউনিয়ন এর সকল সদস্য বিন্দু। 

এদিকে বাবুগঞ্জ থানা সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ শিল্পী রাজারবাগ পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সেখানে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান কামরুল ইসলাম হিমু খান।

Share.
Exit mobile version