এলিসন সুঙ,মৌলভীবাজার প্রতিনিধি ঃ শেখ হসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদুৎ এই প্রতিপাদ্য বিষয় উপর ভিক্তি করে  বঙ্গবন্ধু বর্ষ উপলক্ষ্য মৌলভীবাজারের  কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন অধীনে হাজারীবাগ পাত্রখোলায় ২৬ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা সাড়ে  ৭ টায় বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়। কমলগঞ্জ উপজেলা  নির্বাহী কর্মকর্তা আশেকুল হক সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন  বীর মুক্তিযুদ্ধা  উপাধ্যক্ষ ড.মো: আব্দুস  শহীদ এমপি,বিশেষ অতিথি হয়ে  আরও উপস্থিত ছিলেন পল্লী বিদুৎ ডিজিএম কমলগঞ্জ জোনাল মো:খালেদুল ইসলাম, বিআরবি কমলগঞ্জ শাখার সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক মো:সেলিম মিয়া,মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো:আসিক আলী সোশ্যাল মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়াবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশ বর্তমানে এগিয়ে যাচ্ছে,দেশের নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে বিভিন্ন উন্নয়নূলক কাজ, দূর্গম পাহাড়ী এলাকায় বিদুৎ  বাস্তবায়ন করে  বিদুৎতের আলোয় আলোকিত হয়েছে  দূগর্ম প্রান্তিক জনগোষ্ঠী।ধীরে ধীরে ক্রমানুযায়ী দেশেবাসী জীবন-মান উন্নয়ন হচ্ছে, দেশেবাসীর মাথাপিছু আয় বেড়েছে, বেড়েছে শিক্ষার হার। তিনি এই মহামারি করোনাভাইরাস সময়ে বিভিন্ন সর্তকতামূলক পরামর্শ দান করেন।
বিদ্যুতায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এলাকার বাসিন্দা নরু ইসলাম অভিমত প্রকাশ করে বলেন,অনেকদিন পরে বিদুৎ এই ওয়ার্ডে বাস্তবায়ন হয়েছে, দীর্ঘদিন প্রতিক্ষা পরে আমরা এলাকাবাসী বিদুৎ  পেয়েছি, বিদুৎ আলোয় আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারবে,  শিক্ষা  ও জ্ঞানে আলোকিত হবে বলে ব্যক্ত করেন।অনুষ্ঠানে অন্যান্য  মাঝে আরও বক্তব্য দান করেন,হাজারীবাগ বেসরকারি শিক্ষক কেনেট কোড়াইয়া, খাসিয়া সোশ্যাল কাউন্সিল সাধারণ সম্পাদক এলিসন সুঙ, বিআরবি কমলগঞ্জ শাখার সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আসিক আলী, পল্লী বিদুৎ ডিজিএম কমলগঞ্জ জোনাল মো:খালেদুল ইসলাম  প্রমুখ।
এলিসন সুঙ,মৌলভীবাজার প্রতিনিধি ঃ
   শেখ হসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদুৎ এই প্রতিপাদ্য বিষয় উপর ভিক্তি করে  বঙ্গবন্ধু বর্ষ উপলক্ষ্য মৌলভীবাজারের  কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন অধীনে হাজারীবাগ পাত্রখোলায় ২৬ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা সাড়ে  ৭ টায় বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়। মো:আলমগীর আহমদ শাওন সঞ্চালনায় ও  কমলগঞ্জ উপজেলা  নির্বাহী কর্মকর্তা আশেকুল হক সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন  বীর মুক্তিযুদ্ধা  উপাধ্যক্ষ ড.মো: আব্দুস  শহীদ এমপি,বিশেষ অতিথি হয়ে  আরও উপস্থিত ছিলেন পল্লী বিদুৎ ডিজিএম কমলগঞ্জ জোনাল মো:খালেদুল ইসলাম, বিআরবি কমলগঞ্জ শাখার সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক মো:সেলিম মিয়া,মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো:আসিক আলী সোশ্যাল মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়াবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশ বর্তমানে এগিয়ে যাচ্ছে,দেশের নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, দূর্গম পাহাড়ী এলাকায় বিদুৎ  বাস্তবায়ন করে  বিদুৎতের আলোয় আলোকিত হয়েছে  দূগর্ম প্রান্তিক জনগোষ্ঠী।ধীরে ধীরে ক্রমানুযায়ী দেশেবাসী জীবন-মান উন্নয়ন হচ্ছে, দেশেবাসীর মাথাপিছু আয় বেড়েছে, বেড়েছে শিক্ষার হার। তিনি এই মহামারি করোনাভাইরাস সময়ে বিভিন্ন সর্তকতামূলক পরামর্শ দান করেন।
বিদ্যুতায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এলাকার বাসিন্দা নরু ইসলাম অভিমত প্রকাশ করে বলেন,অনেকদিন পরে বিদুৎ এই ওয়ার্ডে বাস্তবায়ন হয়েছে, দীর্ঘদিন প্রতিক্ষা পরে আমরা এলাকাবাসী বিদুৎ  পেয়েছি, বিদুৎ আলোয় আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারবে,  শিক্ষা  ও জ্ঞানে আলোকিত হবে বলে ব্যক্ত করেন।অনুষ্ঠানে অন্যান্য  মাঝে আরও বক্তব্য দান করেন,হাজারীবাগ বেসরকারি শিক্ষক কেনেট কোড়াইয়া, খাসিয়া সোশ্যাল কাউন্সিল সাধারণ সম্পাদক এলিসন সুঙ, বিআরবি কমলগঞ্জ শাখার সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আসিক আলী, পল্লী বিদুৎ ডিজিএম কমলগঞ্জ জোনাল মো:খালেদুল ইসলাম  প্রমুখ।
Share.
Exit mobile version