কোটালীপাড়া প্রতিনিধি :মো হোসেন আলী। 
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর সরবরাহকৃত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়েছে।
মাস্ক বিতরন উপলক্ষ্যে শানিবার বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভাংঙ্গারহাট বাজারে সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।
‘ঘরে-বাইরে সব সময় মাস্ক পরি, সামাজিক দূরত্ব বজায় রাখি, করোনা প্রতিরোধ করি’, স্লোগান সামনে রেখে এ র‍্যালিতে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম বাড়ৈ, সাদুল্লাপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি দিলীপ বাড়ৈ, রাধাগঞ্চ ইউনিয়ন যুবলীগ সভাপতি অশোক বৈদ্য, ছাত্রলীগ নেতা শামীম দাড়িয়া, রাজীব বিশ্বাস সহ বিভিন্ন অঙ্গ- সংগঠনের নেতাকর্মীররা উপস্থিত ছিলেন।
মাস্ক বিতরন অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস সাংবাদিকদের বলেন, মহামারী করোনা ভাইরাসে সারাবিশ্বে ব্যাপক ক্ষতি হলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারনে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে, এরই ধারাবাহিকতা রাখতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চনছ শতভাগ মাস্ক ব্যাবহার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী কোটালীপাড়া উপজেলাবাসীকে ১৮০০০ মাস্ক উপহার পাঠিয়েছে, আজকে সাদুল্লাপুর ইউনিয়নে ৩,০০০ মাস্ক বিতরন করেছি পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নেই বাকি মাস্কগুলো বিতরন করা হবে।
Share.
Exit mobile version