কোটালীপাড়া প্রতিনিধি : মো হোসেন আলী।
মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক গ্রহীত ‘আমার বঙ্গবন্ধু’ শীর্ষক প্রোগামের আওতায় কোটালীপাড়া উপজেলার শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা “অসমাপ্ত আত্মজীবনী” বইটি প্রদান করা হয়েছে।
কোটালীপাড়া উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের অর্থায়নে মঙ্গলবার সকাল ১১ টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে এই বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাহফুজুর রাহামনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এছাড়াও বই বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা রাখেন, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ইলিয়াছুর রহমান, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, কোটালীপাড়া পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, কোটালীপাড়া উপেজলা সহকারী কমিশনার(ভূমি) মহসীনউদ্দিন, কোটালীপাড়া উপজেলা আওয়ীলীগের সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহামান প্রমুখ ।
উলে­খ্য, কোটালীপাড়া উপজেলার ৫১ টি মাধ্যমিক বিদ্যালয়ের সাড়ে তিন হাজার শিক্ষার্থীদের মাঝে “আসমাপ্ত আত্মজীবনী” বইটি বিতরন করা হয় ।
Share.
Exit mobile version