রফিকুল ইসলাম রনি :- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর জন্মভূমি জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর উপস্বাস্থকেন্দ্রের জরাজীর্ণ ভবনে চলছে চিকিৎসা কার্যক্রম। এর আগে জাতিয় ও আঞ্চলিক বিভিন্ন পত্রিকায় ভবনের জরার্জীন চিত্র নিয়ে সংবাদ প্রকাশ হলেও কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপর্ক্ষ।

বৃস্পতিবার সরেজমিনে দেখা গেছে, আগরপুর উপস্বাস্থ্য কেন্দ্রের ভবনটির দেয়ালের বিভিন্ন স্থানে বড় ছোট অসংখ্য ফাঁটল রয়েছে। ভবনটির কক্ষের ভিতরের দেয়ালে দেখাযায় ফাঁটল। ছাদের কয়েক স্থানে প্লাস্টর ক্ষসে পড়ছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ছাদভেদ করে নিচে পড়ে।
উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ নূরে আলম জানান, জীবনের ঝুকিনিয়ে রোগীদের মাঝে চিকিৎসা দিচ্ছি। উপস্বাস্থ্য কেন্দ্রটির করুণ অবস্থার কথা লিখিতভাবে জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে তবে এপর্যন্ত কোন সারাপাওয়া যায়নি।

বরিশাল জেলা সিভিল সার্জন বলেন, এটা আমাদের কার্যক্রম না, এটা এইচইডি‘দের দায়িত্ব। তাদের আমরা জানাইছি তারা ব্যবস্থা নিবে।

Share.
Exit mobile version