রাঙাপ্রভাত ডেস্কঃ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ও দেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলিকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

উডল্যান্ডস হাসপাতাল সূত্রে বলা হচ্ছে, তার মৃদু হার্ট অ্যাটাক হয়েছে।

বিবিসির কলকাতা সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানাচ্ছেন, হাসপাতালে সৌরভ গাঙ্গুলির এনজিওগ্রাম করা হয়েছে। তার হার্টে ব্লক পাওয়া গেছে এবং এজন্য তাকে স্টেন্টিং করা হচ্ছে, অর্থাৎ তাঁর হার্টে রিং পরানো হচ্ছে।

পরিবারের সূত্রে জানা গেছে যে, শনিবার বাড়িতেই ব্যায়াম করার সময়ে হঠাৎ ‘ব্ল্যাক আউট’ হয়ে যান ৪৭ বছর বয়সী মি. গাঙ্গুলি।

শুক্রবার রাত থেকেই তিনি অসুস্থতার কথা জানিয়েছিলেন – পিঠে আর হাতে ব্যথা অনুভব করছিলেন।

ব্ল্যাক আউট হয়ে যাওয়ার পরেই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গাঙ্গুলির অসুস্থতার খবর পেয়ে রাজ্য সরকারি হৃদরোগ বিশেষজ্ঞরাও ওই বেসরকারি হাসপাতালে যাচ্ছেন বলে খবর।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ – সবাই তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ২০০৭ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান।

আর পরের বছরই তিনি তার শেষ টেস্ট ম্যাচটি খেলেন।

গত বছর তিনি শক্তিশালী ভারতীয় ক্রিকেট বোর্ড – বিসিসিআই’য়ের সভাপতি নির্বাচিত হন।

Share.
Exit mobile version