২০২০ সালে সড়ক দুর্ঘটনা
এক বছরে সড়কে প্রাণ হারিয়েছেন ৪৯৬৯ জন
রাঙাপ্রভাত ডেস্ক।। বিশবিশ অর্থাৎ ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় চার হাজার নয়শত উনসত্তর জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ৮৫ জন।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এ তথ্য তুলে ধরেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
নিসচার প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে চার হাজার ৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে রেলপথ দুর্ঘটনায় ১২৯ জন নিহত ও ৩১ জন আহত হন। আর নৌপথ দুর্ঘটনায় ২১২ জন নিহত ও ১০০ জন আহত বা নিখোঁজ হন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। এই এক মাসেই ৪৪৭টি দুর্ঘটনায় ৪৯৫ জন মারা যান। আহত হয়েছেন ৮২৩ জন।
প্রতিবেদনে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ এলাকায় বেশি দুর্ঘটনা ঘটেছে। আর পার্বত্য চট্টগ্রাম (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) এলাকায় কম দুর্ঘটনা ঘটে।
ইলিয়াস কাঞ্চন বলেন, গত বছরের এপ্রিল ও মে মাসে তুলনামূলক কম দুর্ঘটনা ঘটেছে। মহামারি কারণে দেশে লকডাউন থাকায় দুর্ঘটনা কম হয়েছে।