বিশেষ প্রতিনিধি।। সারা পাবনায় মোটরসাইকেলে হেলমেট ব্যবহার, ড্রাইভিং লাইসেন্স এবং বৈধ কাগজপত্র নিশ্চিত করতে সমগ্র পাবনা জেলায় ট্রাফিক পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

পুলিশ সুপারেরর নির্দেশে গত ৩ দিন ধরে পাবনা শহর সহ জেলার গুরুত্বপূর্ণ স্পটে ট্রাফিক পুলিশের অভিযান চলছে। হেলমেট ব্যবহার না করলে দ্বিগুণ জরিমানা আদায়ের নির্দেশ দেয়া হয়েছে। ট্রাফিক পুলিশের ইনচার্জ সাঁড়াশি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইনচার্জ টিআই নাজমুল ইসলাম জানান, গত ১ জানুয়ারী পাবনা জেলায় নতুন পুলিশ সুপার মহিবুল ইসলাম বিপিএম যোগদানের পরদিন ২ জানুয়ারী মোটরসাইকেলে হেলমেট ব্যবহার, ড্রাইভিং ও গাড়ির বৈধ কাগজপত্র নিশ্চিতের জন্য অভিযান পরিচালনার নির্দেশ দেন। এই নির্দেশের প্রেক্ষিতে গত ৪ঠা জানুয়ারী হতে অভিযান শুরু হয়েছে।

তিনি বলেন, যারা তাৎক্ষনিকভাবে হেলমেট ক্রয় করছেন তাদের সাধারণ ক্ষমা করা হচ্ছে। হেলমেট ব্যবহার অমান্যকারীদের জরিমানার পরিমান বুধবার হতে ১ হাজার টাকা হতে বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ ২ হাজার টাকা আদায়ের জন্য পুলিশ সুপার নির্দেশ দিয়েছেন।

Share.
Exit mobile version