১.

তুমি;
দারিদ্র্যের কাঁধে ঋণের লাঙল ফেলে-
শুষে নিচ্ছ রক্ত।

তবুও;
তোমার মুখে রক্ত নয়-
পুঁজের গন্ধে বাতাস হয়ে ওঠে বিবর্ণ।

পুঁজিবাদী মহাজন,
অন্ধ সন্তানদের সমৃদ্ধির রুপকথা শুনিয়ে-
কেড়ে নিচ্ছে মেরুদণ্ড।

ধীরে ধীরে;
এই পৃথিবী ভারী হয়ে ওঠে- অনুর্বর মানবতায়।

২.

ফিরে এসো,
আদি বিন্দুতে;
যেখান থেকে- তোমায় সৃষ্টি করা হয়েছে।

যাত্রা শুরু হোক- মহাকালের পথে।

ফিরে এসো,
সময়ের অধীনস্থ কক্ষপথে;
প্রতিশ্রুতি পালনের অভিপ্রায় নিয়ে;
যে প্রতিশ্রুতি- ব্যত্যয়হীন।

যাত্রা শুরু হোক- শাশ্বত কল্যানের পথে।

৩.

আমাদের অবুঝ শৈশব;
নির্মল কৈশোর;
উদ্দীপ্ত যৌবনের মুখরিত দিন-
অবেলায় ঝরে যায় অবহেলায়।

তবুও;
সময় নামক রেলগাড়ি কামরায়-
তুমি আমি মুখোমুখি পুনরায়।

Share.
Exit mobile version