বরিশাল অফিস :- জেলার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে সপ্তম শ্রেণী পড়–য়া এক স্কুল ছাত্রী।
শনিবার সকালে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) বাল্য বিয়ে দেয়ার খবর পেয়ে শুক্রবার দুপুরে খাঞ্জাপুর ইউনিয়নের বাগিশেরপাড়া গ্রামে ওই ছাত্রীর বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেয়া হয়। এসময় ছাত্রীর পিতা খলিল কাজী তার কন্যার ১৮ বছর পূর্ন না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা মর্মে মুচলেকা দিয়ে রক্ষা পায়।