✪ জেষ্ঠ্য প্রতিবেদক,বাবুগঞ্জ : বরিশালের বাবুগঞ্জে ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালকসহ কৃষি বিজ্ঞানীরা। শনিবার গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটের দুই পরিচালকের নেতৃত্বে একদল কৃষি বিজ্ঞানী বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন পরিদর্শন শেষে লাইব্রেরি কক্ষে এক মতবিনিময় সভা করেন।
কিন্ডারগার্টেনের পরিচালনা পর্ষদের সভাপতি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ রফিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) কৃষিবিদ ড. মোঃ মিয়ার উদ্দিন, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মোঃ শামসুল আলম, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালক (ভাসমান কৃষি) ড. মোস্তাফিজুর রহমান তালুকদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম কিবরিয়া, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিমুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুর রহমান, উর্ধ্বতন বৈজ্ঞানিক সহকারী মোঃ সদরুজ্জামান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক সাংবাদিক আরিফ আহমেদ মুন্না, ফুলকুঁড়ি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রামদুলাল সরকার, শিক্ষক প্রতিনিধি মোনায়েম হোসেন চৌধুরী, সাংস্কৃতিক শিক্ষক সুরভী জাহান নিশি প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তৃতাকালে কৃষি বিজ্ঞানীরা কিন্ডারগার্টেনের শিশু শিক্ষার্থীদের মেধা ও মননের পরিপূর্ণ বিকাশে পুঁথিগত শিক্ষার পাশাপাশি বাস্তবসম্মত ও বিজ্ঞানভিত্তিক আধুনিক কৃষি শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।