সর্বংসহা
শেখ আব্দুল খালেক

স্বচ্ছ কর সবার তরে
জন্ম নিয়ে ধরণী তল,
চিত্ত কর চির উদার
সৎ সাহসে কর্মে চল।

অসৎ জনে হৃদয় কালো
স্বার্থ মোহে পায় যে সুখ,
অনাথ জনে নেই তো কৃপা
তাই তো ভবে অনেক দুখ।

সূর্য সদা দেয় সে আলো
আঁধার করে ধরায় দূর,
দিয়ে কেবল হয় যে খুশি
নেই যে কোন ঈর্ষা ভুর।

এই যে ধরা সর্বংসহা
সহ্য করে জুলুম জ্বালা,
মায়ের মতো মমতা তার
জ্ঞান পিয়াসে ধৈর্য ঢালা।

ধারণ করে বসুন্ধরা
এই ধরাতে সকল কিছু
নীরব দাতা এই ভুবনে
দিতেই থাকে নয় সে পিছু।

সূর্য ধরা হোক না সবে
এই ধরাতে সকল জনে,
দুঃখ বেদন চলেই যাবে
শান্তি পাবে সকল মনে।

তারিখঃ ৮/১/২১ ইং

Share.
Exit mobile version