ছায়া//…খান ফিরোজ 

মৃত পাতায় জীবন্ত ছায়া
আরশের নীচে খুঁজি কোন সে মায়া।

ছায়ার মায়াতলে কল্পিত কাহারও বাস,
নিশুতি ছায়ায় চষিছে স্বর্গ আভাস।।

ভষ্মিভূত মানব দেয়ালে রহিছে ছায়ারও ছাই,
চলিনু অনন্ত যাত্রা-
তবু চিহ্ন না পাই।

সময়ের অকাল প্রয়াণ তবু ছায়াতেই অন্ধ,
গুল্মলতায়ও পাই কোন সে ছায়া- গন্ধ।।

ছায়াতেই কহিনু যত শুন্য কথা,
অনুর্বর মানব মনে বহিছে-
আজন্ম মর্ম ব্যথা।।

Share.
Exit mobile version