বিশেষ প্রতিবেদক, বরিশাল।। বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে ২০২১ ইং ইউপি নির্বাচনের প্রার্থী নির্ধারন সম্পর্কিত জরিপ  করতে গিয়ে সরিকলের সহজ সরল সচেতন ও শিক্ষিত মহল বলেন   ৯৭ ইং এর জনগনের ভোটে নির্বাচিত অতি প্রিয় সাবেক চেয়ারম্যান জাকির হোসেন সান্টুর বিকল্প কিছু চিন্তা করা যাবেনা। মরহুম নিজামউদ্দিন আকনের পর জাকির হোসেন সান্টুর  অবদান অবিস্মরণীয়। গরীব দুঃখী মানুষের  অত্যন্ত কাছের লোক  সাবেক এই চেয়ারম্যান।
মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে গিয়ে  শত্রুর বিজ বপন করলেও জনপ্রিয়তার শির্ষে  এই আমরন নৌকার সৈনিক।    অন্যায়ের কঠর প্রতিবাদী আপোষহীন নেতা। ৯৭ ইং তৎ কালীন সময়ের নির্বাচিত চেয়ারম্যানের আড়াই বছরে চীফ হুইপ  আবুল হাসনাত আবদুল্লাহর নির্দেশনা ও নিজ বিবেক বুদ্ধির মাধ্যমে সরকারের  উন্নয়নের ধারা অব্যহত রাখতে সরকারের বরাদ্দ কৃত অনুদানে ব্যাপক উন্নয়ন করেছেন নৌকার কান্ডারি জাকির হোসেন সান্টু। বর্তমান সময়ে সরকারের উচ্চ মানের বরাদ্দ থাকা সত্তেও মানুষের আশানুরূপ কাজ  না হওয়ার কারনে, আগামী দিনে সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে গৌরনদী – আগৈলঝাড়া-১  আসনের সাংসদ ও সাবেক চীফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর সু-দৃস্টির কামনায় নৌকা প্রতীকে নির্বাচনের সুযোগ দিতে জাকির হোসেন সান্টুর কথাই ভাবছেন এলাকার শিক্ষিত সচেতন ও সাধারণ খেটে খাওয়া  মানুষ।
Share.
Exit mobile version