শাহজাহান সরকার,বিশেষ প্রতিনিধি।। দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে পাবনার ৪ পৌরসভায় আওয়ামী লীগের ৪ মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন। তন্মধ্যে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

বেসরকারি ফলাফলে পাবনার ৪ পৌরসভায় নির্বাচিত মেয়ররা হলেন; পাবনার ঈশ্বরদী পৌরসভায় আওয়ামী লীগের ইসাহক আলী মালিথা পেয়েছেন ২৮ হাজার ৫৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন। তিনি পেয়েছেন ২ হাজার ১৭০ ভোট।

উপজেলা রিটানিং অফিসার, ইউএনও পিএম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন।

সাঁথিয়া পৌরসভায় আওয়ামীলীগের দলীয় প্রার্থী মাহবুবুল আলম বাচ্চু পেয়েছেন ১৬ হাজার ৩৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম সিরাজ পেয়েছেন ৫ হাজার ৭০ ভোট।

ফরিদপুর পৌরসভায় আওয়ামীলীগের প্রার্থী বর্তমান মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ পেয়েছেন ৪ হাজার ৯৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এনামুল হক পেয়েছেন ৩ হাজার ৫৭৯ ভোট।

ফরিদপুর ও সাঁথিয়ার এ তথ্য নিশ্চিত করেন রিটানিং অফিসার, জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান।

এদিকে ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় স্থানীয় সাংসদ মকবুল হোসেনের ছেলে বর্তমান মেয়র আওয়ামী লীগ দলীয় প্রার্থী গোলাম হাসনায়েন রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত ঘোষনা করেছে নির্বাচন কমিশন।

Share.
Exit mobile version