কোটালীপাড়া প্রতিনিধি, মোঃ হোসেন আলী।। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাংঙ্গারহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।
শনিবার রাত ৮ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছ বলে ব্যাবসায়ীরা দাবি করেন।
খবর পেয়ে কোটালীপাড়া উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রতক্ষদর্শীরা জানান, রাত ৮ টার দিকে হালদার ইলেকট্রনিক্স নামের দোকান থেকে ধোয়াঁ বের হতে দেখে, পরবর্তিতে অতিদ্রুতই পাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে গলির সবগুলো ঘর পুড়ে ছাই হয়ে যায়।
কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করতেছি।
ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের সার্বিক সহযোগীতা করার প্রতিশ্রুতি করেন কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ  বিশ্বাস। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাহফুজুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) মহসীনউদ্দিন, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কৃষ্ণ প্রসাদ মজুমদার সহ ভাঙারহাট বাজার কমিটির নেতৃবৃন্দ।
Share.
Exit mobile version