নিজস্ব প্রতিবেদক :- বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর আওতার থানাগুলোতে নতুন গাড়ি প্রদান করা হয়েছে। সোমবার বিএমপির সরদদপ্তর প্রাঙ্গনে সংশ্লিষ্টদের মাঝে চারটি আধুনিক দ্রুতগামী গাড়ি হস্তান্তর করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

গাড়ি চারটির একটি বিএমপি পুলিশ লাইন্সে, দুইটি কোতোয়ালি মডেল থানায় ও আরেকটি কাউনিয়া থানা পুলিশকে দেওয়া হয়েছে।

গাড়ি হস্তান্তর সময়ে বিএমপি কমিশনার বলেন, সেবার মান বৃদ্ধিকল্পে আমাদের সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী লজিস্টিকস সাপোর্ট, জনবল বৃদ্ধি, প্রশিক্ষণ সহ যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকার কর্তৃক জনগণের দেয়া এই উপহার সতর্কতা অবলম্বন করে যত্নশীল হয়ে রক্ষণাবেক্ষণ করতে হবে। নির্ভেজাল সেবা দিয়ে আরও বেগবান হয়ে কাজ করতে হবে। সেবাপ্রত্যাশী ভুক্তভোগীর দোরগোড়ায় আরও দ্রুততম সময়ে পৌঁছাতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)  আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার বিএমপি সাপ্লাই এন্ড লজিস্টিকস মোঃ জুলফিকার আলি হায়দার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএমপি সদরদপ্তর এন্ড পিএমটি রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার বিএমপি প্রকৌশলী শাহেদ চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার ডিবি বিএমপি মোঃ রবিউল ইসলাম শামীম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Share.
Exit mobile version