লাগাম ছাড়া ছুটছে ঘোড়া
শেখ আব্দুল খালেক

ছুটছে দেখ পাগলা ঘোড়া, অর্থ মোহে বিশ্ব মাঝে,
পিছন ফিরে চায় না কভু, হৃদয় বীণা কেমন বাজে।
কুসুম কলি যাচ্ছে ঝরে, পড়ছে খসে সবুজ পাতা,
কাঁদছে ধরা ব্যাকুল হয়ে, জমছে হৃদে করুণ ব্যথা।

লাগাম ছাড়া ছুটছে ঘোড়া, থামছে নারে ভুবন মাঝে,
পড়ছে খসে মায়া কুসুম, ব্যথার বেদন হৃদয় বাজে।
ছুটিস নারে বিত্ত মোহে, কাঁদছে পড়ে ধরায় সবে,
কল্প সুখে ছুটলে বাজী, সখের ধরা আঁধার হবে।

চলছে ধেয়ে মরুর বুকে , পড়ছে ধুকে খুব তাড়ায়,
সোয়ার মারে চাবুক জোরে, তাই তো জ্বালা খুব বাড়ায়।
জিন-সোয়ারী ছুটছে দেখ, মরীচিকার হাতছানিতে,
যাচ্ছে ঝরে পুষ্প যতো যত্নে রাখা ফুলদানিতে।

বৃথা নেশায় ছুটিস নারে, অর্থ পেতে বোকার মতো,
হৃদয় যেন হচ্ছে পাথর, বিত্ত মহে অন্ধ যতো।
বৃদ্ধা মাতা স্বজন পিতা, পায় না পাশে রত্ন কভু,
আপন ভুলে ছুটছে দেখ, অন্ধ হয়ে খেলছে তবু।

এমন করে চললে ঘোড়া, হৃদয় হবে ধূসর মরু,
প্রেম প্রীতি থাকবে নারে, মানব হবে শুকনো তরু।
বিলাস মোহে চললে ধরা, সমাজ যাবে আঁধার পথে,
আয়রে ফিরে সবুজ মাঠে, হেথায় সুধা সবার মতে।

তারিখঃ ১৪/০১/২১ইং

Share.
Exit mobile version