বিশেষ প্রতিনিধি।। পাবনায় ২৮ কেজি গাজা ট্রাকসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পাবনা ক্যাম্পের সদস্যরা।

বুধবার ২০ জানুয়ারি দুপুরে র‌্যাব-১২ পাবনার ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, পাবনায় ২৮ কেজি গাজা ও একটি ট্রাকসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে র‌্যাবের বিশেষ আভিযানে পাবনা সদর উপজেলার গাছপাড়া বাইপাস মোড়ে চেকপোষ্ট স্থাপন করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নাটোর জেলা সিংড়া বন্দর আমতলা এলাকার মোঃ খালেক রহমানের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান (ট্রাক চালক) এবং সিরাজগঞ্জের শাহাজাদপুর জামুতিয়া এলাকার নবাব আলী মোল্লা’র ছেলে মোঃ আবু হানিফ।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

Share.
Exit mobile version