এলিসন সুঙ, মৌলভীবাজার  প্রতিনিধি।। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অধীনস্থ সেন্ট যোষেফ কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১০ম বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল কাথলিক মিশনের নটরডেম জুনিয়র হাই স্কুল হলরুমে ২৪জানুয়ারি রবিবার সকাল১১টায় সভাটি অনুষ্ঠিত হয়েছে। এই আর্থিক প্রতিষ্ঠানের সদস্য সদস্যাগণ দলে দলে সমবেত হয়ে সভায় অংশগ্রহণ করেন।   সমবায় আইন ও এই ক্রেডিট ইউনিয়নের নীতিমান অনুসারে মোট সদস্য সংখ্যা  পাঁচ ভাগের  এক ভাগ সদস্য সাধারণ   সভায়    উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হয়।৫৫৫জন সন্মানীত ক্রেডিত সদস্য  সভায় উপস্থিত থাকায় কোরাম পূর্ণ হওয়ার কারণে সভাটি আরম্ভ করা হয়।ক্রেডিট ইউনিয়নের ম্যানেজার ডমিনিক সরকার রনি  সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ক্রেডিট ইউনিয়ন চেয়ারম্যান ফাঃ নিকোলাস বাড়ৈ সিএসসি প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন দি কো-অপারেতিভ  ক্রেডিট ইউনিয়ন লিমিটেড লীগ অব বাংলাদেশ  (কালব্) চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা   যোনাস ঢাকী বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন তুমিলিয়া ক্রেডিট ইউনিয়নের সিও স্তিফেন রোজারিও,শ্রীমঙ্গল উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম ও নটরডেম হাই স্কুল এন্ড কলেজ প্রিন্সিপাল ফাদার প্লাস্টিড প্রশান্ত রোজারিও মৌলভীবাজার জেলা কালব্ ম্যানেজার পংকজ  রোজারিও ক্রেডিট ইউনিয়ন ভাইস-চেয়ারম্যান  পিয়ুষ নানোয়ার সেক্রেটারি সামুয়েল হাজং, ব্যবস্থাপনা কমিটি ও উপ-কমিটি সদস্যবৃন্ধ।
বক্তব্যে ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বলেন ২০২০খ্রীঃ ক্রেডিট ইউনিয়ন জন্য ভাল ছিলনা।করোনা মহামারি মধ্যে  দিন পার করছি এবং এখনও কোভিট-১৯ ভয়াবহ সময়ে দিনযাপন করছি। বিগত বছরে চারটি মাস সকলে আমরা গৃহবন্দি হয়েছিলাম এবং কোভিট-১৯ কারণে অনেকে অর্থনৈতিক ও মানসিক সমস্যায় ভোগছি,দেশে তথা সারা বিশ্বে অর্থনৈতিক অবস্থা তেমন ভাল ছিলনা। লকডাউন সময়ে  ক্রেডিট ইউনিয়ন সহযোগীতায় করোনাকালীন সময়ে ত্রাণ ত্রিশটি গ্রামে ৩৮৩জনকে বিতরণ করা হয়েছে। লকডাউন সময়ে আমাদের অফিসবন্ধ ছিল অফিসের কার্যক্রম লেনদেন বন্ধ ছিল।তাই এবছর সমিতি লাভ কম হয়েছে। সমিতির সকল সদস্যদের অনুরোধ করেন যাতে করে করোনাকালীনবন্ধ  সময়ে   সেবামূল্য ক্রমান্বয়ে পরিশোধ করার আহবান করেন।যাতে করে  ক্রেডিট সদস্য গণ      লভ্যাংশ বেশী পাবে। 

 

Share.
Exit mobile version