শেখ আব্দুল খালেক
স্বপ্নের ধরা সম্পদে ভরা স্রষ্ঠার মহা দান,
যেদিকে তাকাই মন ভরে যায় জুড়ায় আমার প্রাণ।
কুঞ্জ পুষ্পে সাজানো ধরণী আকাশে তারার হাসি,
জ্যোৎস্না রাতে যায় চারিদিকে শশীর আলোতে ভাসি।
সাগর নদের জল-কলরোল ঝর্ণা মাতায় মন,
সবুজ শ্যামল কি যে অপরূপ জুড়ায় হৃদয় কোণ।
পাহাড় যেথায় গগণ-চুম্বী সেথায় উদাস করে,
জয়ের নেশায় সুপ্ত স্বপন ব্যাকুল করে মোরে।
এমন ধরায় জন্ম যাহার তার তো পুলক লাগে,
অতুল সাধের মর্ত্য মায়ায় বাঁচতে স্বপন জাগে।
এই ধরণীর ভুমণ্ডলেই জন্ম সকল দেশ,
স্বার্থ দ্বন্দ্বে অন্ধ মানব নেই তো বাঁধার শেষ।
সমাজ সেবায় সৃষ্টি আইন করছে মানব জাতি,
ধর্ম বর্ণে কেন যে বিভেদ নিভায় হৃদয় বাতি।
রক্তে সিক্ত সমাজ বক্ষ কাঁদে না পাষাণ প্রাণ,
রিক্ত মানব অসহায় ভবে পায় না কভু সে ত্রাণ।
স্বাধীন চিত্তে মুক্ত ভুবনে বিষাদের ঘাণী টানে,
লোহার শিকলে বাঁধা এ জগৎ মুক্তি পাবে কি দানে ?
স্বার্থ যেথায় গগণচুম্বী অর্থ যেখানে বড়,
মুক্তি সেথায় নিষ্ফল আশা ধরণী কেবল জড়।
ক্ষুধার রাজ্যে স্বপ্নের সাথী স্বপ্নেই থেকে যায়,
হৃদয় গগণে ঘন কালো মেঘ কেবলই শোভা পায়।
স্বপ্নের ধরা স্বপ্নেই থাকে বিষাদের নদী বয়,
হৃদয় সাগরে স্বপ্নিল তরী কেবলই বয়ে যায়।
তারিখঃ ২৪/১/২১ ইং