স্পোর্টস ডেস্ক।। আজ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এটি চতুর্থ ম্যাচ। এর আগের তিনটি ম্যাচেই বাংলাদেশ হেরেছে। বাংলাদেশের সামনে এবার জয় তুলে নেয়ার বড় সুযোগ। কারণ এবারের সফরে পূর্ণ শক্তির দল নিয়ে আসেনি ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য ২০১৮ সালে পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ক্যারিবীয়রা।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত ১৬টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৪টিতে ও ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি। দুইটি ম্যাচ ড্র হয়েছে।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ:
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনার, জার্মেই ব্লাকউড, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), কাইল মায়ার্স, রাখিম কর্নওয়াল, রেমন রেইফার/আলজারি যোসেফ, জোমেল ওয়ারিকান, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।

Share.
Exit mobile version